অসমান মিত্রতা

http://timetouchnews.com/news/news-details/41015

অসমান মিত্রতা’

সৈয়দা রূখসনা জামান শানু

একমূখী যোগাযোগে
বেইমানের লাইনে
ঘটনাস্থলে
কত প্রাণ গেল সড়কে।

কত কান বন্ধ হলো
শব্দ দুষনে
ট্রয় নগরী ধ্বংস হলো
মহয়সীর গুনে।

তারপরেও নয় খুশি
জাতীয় রীতি
সংস্কারের দাবী
নসিমন করিমন ভটভটি
আরো কতকী।

স্বতন্ত্র জাতির মান
মানিরাই রাখতে চান
ক’জনে বোঝে তা
রয়েছে অসমান মিত্রতা।

সঠিক পলিসী পরিত্যাজ্য
জাতির বৈশিষ্ট্য
আদেশ অমান্য করে
মাহেন্দ্রা আনতে হবে।

যদি আমার কবিতা
বলে আপত্তিজনক কথা
দিও করে ক্ষমা
সাথে রেখ ভালোবাসা।

রচনার স্থান: সাহিত্যাঙ্গন বাংলাদেশ।
০২/০৭/২০১৮খ্রি:

July17, 2018

By Syeda Rukhsana Zaman Shanu

Leave a comment