http://timetouchnews.com/news/news-details/40955
বাছা নাজমুল’
সৈয়দা রুখসানা জামান শানু
(নবীন লেখক নজরুল ইসলাম নাজমুলকে উপহার)
বয়সের ঘরে বসে দেখছি ইতিহাস পেছনের
আর্কাইভে রয়েছে কতশত সম্মান আর পুরস্কার
তার মধ্যে বাছা তোর দেয়া আচমকা উপহার
তুষ্টি এনে দিয়েছে ভূলোক ধুঁচিয়ে
অনড় যদি থাকিস তুই এ অঙ্গনে
ঠেকাতে পারবেনা কেউ পুষ্পপত্র ছড়াতে।
এখনতো বয়স কম তোর
তারা দেবে শত শব্দের ঠোকর
সামনের দিনগুলিতে দেখবি তুই
অনাকাঙ্খিত কত শত ঘটনার মই
তারা তোর সর্বগতি টেনে টেনে
রাখতে চাইবে আধার কোনে।
যদি মন খারাপ করে বসে থাকিস ঘরের কোনে
মনে রাখিস বিশৃঙ্খল ভবিষ্য তোকে পিষবে
আঁধারের ঘরে আলো আনতে চাস যদি
দিসনা কখনও ভালো কাজে ফাঁকি
সকল সংকটের মায়া ছাড়িয়ে নিবিড় চিত্তে
আরাধনা করে যাস সাহিত্যকর্ম নিয়ে।
লেখনীর স্থান: সাহিত্যাঙ্গন বাংলাদেশ
১২/০৭/২০১৭খ্রি: বৃহস্পতিবার, দুপুর ১২টা ৩৫মিনিট।
July 16, 2018
By Syeda Rukhsana Zaman Shanu