রিপিট টেলিকাস্ট’

http://timetouchnews.com/news/news-details/42107

‘রিপিট টেলিকাস্ট’

সৈয়দা রূখসানা জামান শানু

খানা-খন্দের বাইসকোপে
আলুথালু ঢুলুমুলু গাড়ী চলে
কে যাবে আগে-পিছে
কে দেবে ঠোকর কাকে।

অদক্ষ বয়জৈষ্ঠের ভোঁতা জ্ঞানে
সড়কে প্রাণ গেলো প্রতিদিনে
দেখে শুনে বুদ্ধি জ্ঞানে
রাস্তায় এখন ক্ষুদেরা ভদ্রবেসে।

কত নৈরাজ্য চলে সড়কে
আর কত আইন ভাঙ্গে
কার আছে ব্রেক লাইট
আর কার সিগনাল লাইট ।

সড়ক ও সেতু বিভাগ বিআরটিএ
আর সড়ক নিরাপত্তা এই তিনের শেকড়ে
প্রাণ ঘাতক জিন-ভূত আছে লুকিয়ে
এসব রিপিট টেলিকাস্ট দ্যাখে জনে জনে।

দূর্বল আইনকে স্ববল করো
বাস্তব উদাহরণ স্থাপন করো
চায় কচিরা, সেই কথাটি বলতে
নয় তারা প্রিয় দেশটির বিরুদ্ধে।

ফিরবে বিবেক, ফিরতে হবে
নইলে জাতি অক্কা পাবে
বড় মাছের পেট ভরবে
মুরুব্বীরদের জাত যাবে।

সাহিত্যাঙ্গন বাংলাদেশ
০৬/০৮/২০১৮ খ্রি: 

August 09, 2018

By Syeda Rukhsana Zaman Shanu

Leave a comment