http://timetouchnews.com/news/news-details/44603
নবীন //
সৈয়দা রুখসানা জামান শানু
(প্রবীণের প্রতি উৎর্সগ)
পরিবার সমাজ স্কুল কলেজ
হে নবীন যেখানেই করো প্রবেশ
তোমাকে সর্বদায় করি বরণ
স্নেহের মায়ায় ভালবাসার আলীঙ্গন
তোমার আগমনে খুশির বন্যা উছলায়
যেন পূর্ণিমার চাঁদকেও হার মানায়।
নতুন ও রঙ-বেরঙের পোষাকে
বড়-ছোট সব বয়সীর ভীড়ে
প্রাণে যে বাজে বেঁচে থাকার স্পন্দন
নবীণের সাথে খাঁটি বন্ধুত্ব করতে চায় মন
পুরাতনের মাঝে নতুনের বাস
কথাটা কী অস্বীকার করা যায়।
চার্লস ব্যবেজের কথাটি অতীত হলো
কোম্পানী, নোকিয়া, এ্যপেল সিম্ফোণী এলো
তাতেই বা কী যায় আসে নবীন
আইডিয়া তো দিয়েছিল প্রবীণ
ছোট করে করি তোমায় অনুরোধ
কাজের ভীড়ে একটু সময় রেখো এ বুড়োর।
মরণের পূর্বে নয়গো আমারটি
দেখে যেতে চাই তোমার কাজের স্বীকৃতি
আর যেন শুনতে না হয় কোন প্রবীণকে
ষাটে আছো বালাই ষাট, থাকো লোয়ার বার্থে।
October 03, 2018
By Syeda Rukhsana Zaman Shanu