ইতিহাস আছে নিজস্ব শৈলীতে

http://timetouchnews.com/news/news-details/44965

ইতিহাস আছে নিজস্ব শৈলীতে //

সৈয়দা রূখসানা জামান শানু

ঘুমন্তদের জাগিয়ে ক্ষণে ক্ষণে রসিকতা
বিপথগামীর লেবাসে কষ্ট দিয়ে বিলাসিতা
থরে থরে সাজানো কখনও মেশিনগান
খেলনা পিস্তলের ভীড়ে কখনও স্টেনগান
সবগুলো ইতিহাস আছে নিজস্ব শৈলীতে
শরতের অপরুপ বর্ননার অনাকাঙ্খিত ঢঙে।

শহর গ্রাম আতঙ্ক বিস্ফোরণের শব্দে
লুটেরাদের লুটের টাকায় উৎসব চলে
অসহায়রা ভীত তিতলি হারিকেনের হুংকারে
খাবার জোগাড়ে বেলা যায় গড়িয়ে
অথচ শোভা যাত্রায় কত রঙের মাত্রা
কার র‌্যালী কাকে ডিঙিয়ে করবে যাত্রা।

রোদের পিপাসাতে আগুন-পানি নির্বাক
রাস্তার দুধারে দাঁড়িয়ে হাজারো হতবাক
অবলীলায় সময় খুন হয়ে যায়
অথচ জনতার ঢল জনপ্রতিনিধির অপেক্ষায়
ভীড়ের আগুনে পিষে অজান্তে আহুতি
নিমিষেই ছিন্নভিন্ন হয়ে গেল দেহখানি।

১০/১০/২০১৮খ্রি: সাহত্যিাঙ্গন বাংলাদশে

October 11, 2018

By syeda Rukhsana Zaman Shanu

Leave a comment