জগৎ জুড়ে আগলে থাক

http://timetouchnews.com/news/news-details/45254

জগৎ জুড়ে আগলে থাক

সৈয়দা রুখসানা জামান শানু

আলতো ছোঁয়ায় স্নিগ্ধ পরশে
শারদ প্রভাতে নতুন করে
বসন্তের ওই মলিন সুরে
হাতছানি দিয়ে ডাকে ওরে।

হাসনা হেনা শিউলি ফোটা
উজালা হয়ে বিলিয়ে দিল বাসনা
যেন চুপিচুপি শারদ ভাইটির সাথে
বসন্ত বোনটির নাইয়র আসা।

শ্যামলী পল্লীর রূপের খেলা
মনের বাগানে লাগে দোলা
নীল আকাশের সাদা মেঘে
ভাসছে ওই মিতালী সুরে।

প্রণয় ব্যথা বিকেল বেলায়
ভুলতে চায় কাশবনের ইশারায়
মধ্য রাতে ভরা জোছনার জলে
প্রেমের নৌকায় মাধুরী মেখে
চোরামন প্রীতির খুশিতে
শারদ নৌকা চলে নিরূদ্দেশে।

মগ্নচিত্তে মুক্ত হাতে অষ্টমীতে অঞ্জলি
পুজোর গন্ধ ছড়িয়ে দিলো নবমী
ক্ষিপ্ত অসুরকুল হলো ভস্ম-ছাই
স্বর্গ নরকের সঠিক দীক্ষা নিও ভাই
ভালোবাসা শান্তীর বার্তা দেবীর অমূল্য দান
জগৎ জুড়ে আগলে থাক এর সন্মান।

১৬/০৭/২০১৭খ্রি:
বাংলা-বঙ্গ সাঁকো কার্যালয়, সৈয়দপুর।

October 17, 2018

By  Syeda Rukhsana Zaman Shanu

বিশৃঙ্খল দুর্বোধ্যতায় নিমগ্ন

http://timetouchnews.com/news/news-details/45098

বিশৃঙ্খল দুর্বোধ্যতায় নিমগ্ন //

সৈয়দা রূখসানা জামান শানু

অন্তর্লোকে থেকে টানো তুমি সর্বগতি
হিন্দু-মুসলিম বানাও সবাইকে জেহাদী
লন্ডভন্ড করে জীবনকে দাও ফাঁকি
কাঠিন্য এ কাজে ব্যস্ত দিবারাত্রি

তোমার পুষ্পপত্র সবি ক্লোরোফিলের অভাবে
ফিকে হলুদ হয়ে ঝড়ে পড়ছে
সাথীফসল সংকট উজিয়ে এনেছে উদ্ভাস
এ অবলোকনেও তোমার নেই বিশ্বাস

তুমি বিশৃঙ্খল দুর্বোধ্যতায় এতটাই নিমগ্ন
দুচোখে দেখনা মায়াময় সবুজের স্বপ্ন
কে ঠেকাবে নৃশংস-ধবংসকর্ম
ব্যস্ত যে সবাই নিয়ে রাজধর্ম

০৩/১০/২০১৮খ্রি: সাহিত্যাঙ্গন বাংলাদেশ

October 14, 2018

By Syeda Rukhsana Zaman Shanu

ইতিহাস আছে নিজস্ব শৈলীতে

http://timetouchnews.com/news/news-details/44965

ইতিহাস আছে নিজস্ব শৈলীতে //

সৈয়দা রূখসানা জামান শানু

ঘুমন্তদের জাগিয়ে ক্ষণে ক্ষণে রসিকতা
বিপথগামীর লেবাসে কষ্ট দিয়ে বিলাসিতা
থরে থরে সাজানো কখনও মেশিনগান
খেলনা পিস্তলের ভীড়ে কখনও স্টেনগান
সবগুলো ইতিহাস আছে নিজস্ব শৈলীতে
শরতের অপরুপ বর্ননার অনাকাঙ্খিত ঢঙে।

শহর গ্রাম আতঙ্ক বিস্ফোরণের শব্দে
লুটেরাদের লুটের টাকায় উৎসব চলে
অসহায়রা ভীত তিতলি হারিকেনের হুংকারে
খাবার জোগাড়ে বেলা যায় গড়িয়ে
অথচ শোভা যাত্রায় কত রঙের মাত্রা
কার র‌্যালী কাকে ডিঙিয়ে করবে যাত্রা।

রোদের পিপাসাতে আগুন-পানি নির্বাক
রাস্তার দুধারে দাঁড়িয়ে হাজারো হতবাক
অবলীলায় সময় খুন হয়ে যায়
অথচ জনতার ঢল জনপ্রতিনিধির অপেক্ষায়
ভীড়ের আগুনে পিষে অজান্তে আহুতি
নিমিষেই ছিন্নভিন্ন হয়ে গেল দেহখানি।

১০/১০/২০১৮খ্রি: সাহত্যিাঙ্গন বাংলাদশে

October 11, 2018

By syeda Rukhsana Zaman Shanu

বয়স নঙর করিল মুরুব্বীর দরজায়

http://timetouchnews.com/news/news-details/44915

বয়স নঙর করিল মুরুব্বীর দরজায় //

সৈয়দা রূখসানা জামান শানু

মনে হয় এইতো সেদিনের কথা
এসএসসি,এইচ এসসির সফলতা
তারপর তৈরী হলো যুদ্ধ আগামীর
বিশ্ববিদ্যালয়ে ভর্তির
লম্বা সিরিয়ালে
অবশেষে ঘ’ ইউনিটে
এরপর বিস্তর বিহবলতায়
একরাশ বেলি ফুলের মালায়
মাটির গহনা আর লাল পেড়ে শাড়ী
দুব্বা ঘাসের চিকন শরীরে গড়াগড়ি
কখনও বকুল তলায় কখনও মধুর ক্যান্টিনে
গল্প কবিতা আর গানের আসরে
কখনও বলাকায় সিনেমা দেখা
আবার তিন’শো ফিটে ঘুরতে যাওয়া
বছরের পর বছর কেটে কেটে গেলো
অনার্স, মাস্টার্স শেষ হলো
শুরু হলো ইর্ন্টশিপের প্রতিযোগিতা
কে করবে কতটা
এটা প্রশিক্ষণ সেটা প্রশিক্ষণ
সময়টা গেল সবঅঙ্গনে বিসর্জন
ট্রেনিং-এ প্রথম স্থান অধিকার করে
শূণ্যতার বঞ্চনাই ট্রেনিং শেষে
দীর্ঘ এ শিক্ষিত এ জীবনে
অবশেষে ক্লান্ত মনে অভিজ্ঞতার খাতায়
অর্ন্তজলে ভেসে গিয়ে বয়স নঙর করিল মুরুব্বীর দরজায়।

০১/১০/২০১৮খ্রি:, সোমবার, ৩টা ১০মিনিট। সাহিত্যাঙ্গন বাংলাদেশ।

october 10,  2018

By Syeda Rukhsana Zaman Shanu

ধুরন্ধরের রাজ্য

http://timetouchnews.com/news/news-list/11

ধুরন্ধরের রাজ্য //

সৈয়দা রূখসানা জামান শানু

মাকাল ফল কমলা রঙের
দেখতে কতই সুন্দর
গুণের কথা এই ফলের
জানা আছে জনে জনের।

ফলটি যখন পাকে লতায়
চোখ তুলে উপরে তাকায়
ছেলে-মেয়ে, জুয়ান-বুড়া
সব বয়সীর লাগে দোলা।

পাকা ফল নিতেই হাতে
একটু চাপে যাইযে ফেটে
ফাটলে ছড়াই বিশ্রী গন্ধ
ধুরন্ধর বলে আমার রাজ্যে
করলি কেন এমন কান্ড।

প্রধান বিচারালয় এই কথা শুনে
রাত্রি জেগে মহা অনন্দে
ফাইল-পত্তর রেডি করে
রিটের অপেক্ষায় আছে দাঁড়িয়ে।
১০/০৮/২০১৮খ্রি: বুধবার, সাহিত্যাঙ্গন বাংলাদেশ

October 04, 2018

By Syeda Rukhsana Zaman Shanu

নবীন

http://timetouchnews.com/news/news-details/44603

নবীন //

সৈয়দা রুখসানা জামান শানু

(প্রবীণের প্রতি উৎর্সগ)

পরিবার সমাজ স্কুল কলেজ
হে নবীন যেখানেই করো প্রবেশ
তোমাকে সর্বদায় করি বরণ
স্নেহের মায়ায় ভালবাসার আলীঙ্গন
তোমার আগমনে খুশির বন্যা উছলায়
যেন পূর্ণিমার চাঁদকেও হার মানায়।

নতুন ও রঙ-বেরঙের পোষাকে
বড়-ছোট সব বয়সীর ভীড়ে
প্রাণে যে বাজে বেঁচে থাকার স্পন্দন
নবীণের সাথে খাঁটি বন্ধুত্ব করতে চায় মন
পুরাতনের মাঝে নতুনের বাস
কথাটা কী অস্বীকার করা যায়।

চার্লস ব্যবেজের কথাটি অতীত হলো
কোম্পানী, নোকিয়া, এ্যপেল সিম্ফোণী এলো
তাতেই বা কী যায় আসে নবীন
আইডিয়া তো দিয়েছিল প্রবীণ
ছোট করে করি তোমায় অনুরোধ
কাজের ভীড়ে একটু সময় রেখো এ বুড়োর।

মরণের পূর্বে নয়গো আমারটি
দেখে যেতে চাই তোমার কাজের স্বীকৃতি
আর যেন শুনতে না হয় কোন প্রবীণকে
ষাটে আছো বালাই ষাট, থাকো লোয়ার বার্থে।

October 03, 2018

By Syeda Rukhsana Zaman Shanu

কবি শঙ্খ ঘোষ

http://timetouchnews.com/news/news-details/

কবি শঙ্খ ঘোষ //

সৈয়দা রূখসানা জামান শানু

কবি শঙ্খ ঘোষ // সৈয়দা রূখসানা জামান শানু

কবি শঙ্খ ঘোষ এক অমূল্য রত্ন
বাংলা সাহিত্যের একটি নক্ষত্র
বাংলা সাহিত্যের একটি পাতা
তাঁর আশির্বাদ ও সানিধ্য পাওয়া
সেতো পরম সৌভাগ্যের কথা।

কবি শ্যামল সোম সৈয়দ মাজহারূল পারভেজ
কবি সৈয়দা রুখসানা জামান
তাঁর সন্দেশ আমন্ত্রনে আমরা  তিনজন
ছুটে গেলাম  অগ্রজের বাড়ীতে
মিষ্টি আমি খাই না তবুও হলো খেতে
বেশ কয়েক পদের সন্দেশ ছিল প্লেটে।

টেবিলে বাহারী সাজে নানান রকমের ফল
ভীষন সুস্বাদু ছিল সন্দেশ গুলো
মিষ্টি, চা আর গল্পে পেরিয়ে গেল ঘন্টা একটি
এ দূর্লভ সময়কে ক্যামেরায় করলেন বন্দি
বহুমাত্রিক লেখক প্রিয় অগ্রজ
সৈয়দ মাজহারুল পারভেজ ।

October 01, 2018

By Syeda Rukhsana Zaman Shanu

রিপিট টেলিকাস্ট’

http://timetouchnews.com/news/news-details/42107

‘রিপিট টেলিকাস্ট’

সৈয়দা রূখসানা জামান শানু

খানা-খন্দের বাইসকোপে
আলুথালু ঢুলুমুলু গাড়ী চলে
কে যাবে আগে-পিছে
কে দেবে ঠোকর কাকে।

অদক্ষ বয়জৈষ্ঠের ভোঁতা জ্ঞানে
সড়কে প্রাণ গেলো প্রতিদিনে
দেখে শুনে বুদ্ধি জ্ঞানে
রাস্তায় এখন ক্ষুদেরা ভদ্রবেসে।

কত নৈরাজ্য চলে সড়কে
আর কত আইন ভাঙ্গে
কার আছে ব্রেক লাইট
আর কার সিগনাল লাইট ।

সড়ক ও সেতু বিভাগ বিআরটিএ
আর সড়ক নিরাপত্তা এই তিনের শেকড়ে
প্রাণ ঘাতক জিন-ভূত আছে লুকিয়ে
এসব রিপিট টেলিকাস্ট দ্যাখে জনে জনে।

দূর্বল আইনকে স্ববল করো
বাস্তব উদাহরণ স্থাপন করো
চায় কচিরা, সেই কথাটি বলতে
নয় তারা প্রিয় দেশটির বিরুদ্ধে।

ফিরবে বিবেক, ফিরতে হবে
নইলে জাতি অক্কা পাবে
বড় মাছের পেট ভরবে
মুরুব্বীরদের জাত যাবে।

সাহিত্যাঙ্গন বাংলাদেশ
০৬/০৮/২০১৮ খ্রি: 

August 09, 2018

By Syeda Rukhsana Zaman Shanu

‘রাখতে হবে পাহারায়’

http://timetouchnews.com/news/news-details/41996#.W2jyqWCOeww.facebook

রাখতে হবে পাহারায়’

সৈয়দা রূখসানা জামান শানু’

কার ইশারায় কার ক্রোধের নিশানা
কার বুক ছিদ্র করে গড়ায় রক্তের বন্যা
এ অর্জিত সাফল্যে
আলোকময় পার্টি চলে।

কত শহর-গ্রাম পুড়ছে
দূর্বৃত্তায়নের বেড়াজালে
মাত্র ক’টি প্রাণের ক্ষমতার দম্ভে
তার ভিতরে কথিত শিষ্টাচারে
সাধারণ মানুষ অসহায়ত্বের চাপে
বোবা আর অন্ধ হয়ে গেছে ।

চাই একতা হও সচেতন
চোখ-কান খুলে শোনো হে যুবক
দেশ রক্ষার কাজ হলো গণতন্ত্রের
সু-শিক্ষা আর ঐক্য তারুণ্যের।

চাও যদি শান্তি সমৃদ্ধি
অচীরেই গড়তে হবে সম্প্রীতি
জাতিয় সম্পদ উন্নয়নে
রাখতে হবে পাহারায় গনতন্ত্রকে।

ঝর্ণা ঘর ফাউন্ডেশন
১০/১২/২০১৭ খ্রি: রাত্রি ১০টা ০২ মিনিট, রোববার ।

August 6, 2018

By Syeda Rukhsana Zaman Shanu

সনেট কবিতার প্রতিযোগিতা

http://timetouchnews.com/news/news-details/41509#.W1xHwDltU9k.facebook

সনেট কবিতার প্রতিযোগীতা

সৈয়দা রূখসানা জামান শানু

আমি আগেও বলেছি
এখনও বলছি
সৃস্টিশীল লেখা না লিখে
কটা, লাইনের কপি পেষ্ট করে
অক্ষর শিল্পী
আর কটা, গান বাজিয়ে
বেতার শিল্পী
কটা মুদ্রা প্রদর্শনে
নাচের শিল্পী
তৈরী হয় সম্মানীয় শিল্প করে সৃষ্টি
শব্দের জগৎ একটি
জানি, কোন সীমাবদ্ধতা নাই কবিতার লাইনে
মিল রাখ অথবা না রাখ ছন্দে
গদ্যে লেখ কিংবা পদ্যে
মিল রাখ অথবা না রাখ অন্ত্যে
লেখ ইচ্ছেমত লাইনের কবিতা
এ জগতে নেই কাঁটাতারের বেড়া।

তবে, বেড়া অবশ্যই আছে
সনেটের কথা ওঠে যেখানে
চৌদ্দ লাইন লিখে শেষ করে
অনেকেই পাঠ করেন স্বরচিত কবিতা
আর বলেন এটি চতুর্দশপদী কবিতা
কোনো নির্বাচিত বিষয় থাকে না তাতে
প্রকাশনার অভাব থাকে অন্তর চক্ষু দিয়ে
আরো অভাব থাকে তাতে চুড়ান্ত বার্তার
পথ খুঁজে পাওয়া যায় না সমাধানের
বিষয়বস্তু দূর্বল অথবা সবল হউক
যতই ক্ষুরধার গাদ্যিক লেখিয় হউক
সিলেবালের কথা শিকেয় তুলে রাখা
কার সাধ্যি এসবের অভাবে সনেট জন্ম দেয়া।

এ কবিতা রচনার ক্ষেত্রে রয়েছে পলিসি
শব্দগুলো লেখা যতই হউক না কেন মিষ্টি
অপরির্হায্য, উপরের সবগুলো কথা মনে রাখা
হঁসিয়ার না হলে বিরাজ করবে শূন্যতা
সনেট কবিতার জন্য কলম হাতে নিলে
নিয়ম মেনে চলাটাই উত্তম হবে।

 রচনার স্থান : সাহিত্যাঙ্গন বাংলাদেশ
২৩/০৭/২০১৮ খ্রি:

July 28,  2018

By Syeda Rukhsana Zaman Shanu