http://timetouchnews.com/news/news-details/45254
জগৎ জুড়ে আগলে থাক
সৈয়দা রুখসানা জামান শানু
আলতো ছোঁয়ায় স্নিগ্ধ পরশে
শারদ প্রভাতে নতুন করে
বসন্তের ওই মলিন সুরে
হাতছানি দিয়ে ডাকে ওরে।
হাসনা হেনা শিউলি ফোটা
উজালা হয়ে বিলিয়ে দিল বাসনা
যেন চুপিচুপি শারদ ভাইটির সাথে
বসন্ত বোনটির নাইয়র আসা।
শ্যামলী পল্লীর রূপের খেলা
মনের বাগানে লাগে দোলা
নীল আকাশের সাদা মেঘে
ভাসছে ওই মিতালী সুরে।
প্রণয় ব্যথা বিকেল বেলায়
ভুলতে চায় কাশবনের ইশারায়
মধ্য রাতে ভরা জোছনার জলে
প্রেমের নৌকায় মাধুরী মেখে
চোরামন প্রীতির খুশিতে
শারদ নৌকা চলে নিরূদ্দেশে।
মগ্নচিত্তে মুক্ত হাতে অষ্টমীতে অঞ্জলি
পুজোর গন্ধ ছড়িয়ে দিলো নবমী
ক্ষিপ্ত অসুরকুল হলো ভস্ম-ছাই
স্বর্গ নরকের সঠিক দীক্ষা নিও ভাই
ভালোবাসা শান্তীর বার্তা দেবীর অমূল্য দান
জগৎ জুড়ে আগলে থাক এর সন্মান।
১৬/০৭/২০১৭খ্রি:
বাংলা-বঙ্গ সাঁকো কার্যালয়, সৈয়দপুর।
October 17, 2018
By Syeda Rukhsana Zaman Shanu
